নুরুল আলম,টেকনাফঃ কক্সবাজার উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার (১০ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে জাপান সরকার বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে। জাপান দূতাবাস জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা জাপান সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। এ অর্থ ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৪ মার্চ কক্সবাজার জেলা শাখা উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১১ জন রোহিঙ্গা মারা যান। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হন ব’লে জানা যায়।
উখিয়া টেকনাফ রোহিঙ্গা শিবিরের মাঝে আগুন: ১০ লাখ ডলার সহায়তা দেবে জাপান
ক্রাইম নিউজ ঢাকা
April, 15, 2021, 6:20 pm
অন্যান্য, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ |
102 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।