ডেস্ক,ক্রাইম নিউজ ঢাকাঃ
লাগবে না মুভমেন্ট পাস কিন্তু চেকপোস্টে অফিস আইডি দেখাতে হবে। এই সকল ব্যক্তিদেরঃ
*সাংবাদিক *গণমাধ্যমের ক্যামেরাম্যান *ডাক্তার *নার্স *মেডিকেল স্টাফ *কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
*ব্যাংকার *ব্যাংকের অন্যান্য স্টাফ *টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী *বেসরকারী নিরাপত্তাকর্মী *জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী *অফিসগামী সরকারী কর্মকর্তা *শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা *আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য *ফায়ার সার্ভিস *ডাকসেবা *বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা *বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা।
এরা শুধুমাত্র অফিস আইডি দেখিয়েই তাদের কর্মস্থলে যেতে পারবেন।বাকিদের লাগবে মুভমেন্ট পাস।অন্যথায় গুনতে হবে অর্থ দন্ড।