মাজহারুল ইসলাম,গলাচিপাঃপটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃকুদ্দুস মিয়া ও গোপাল শিকড়ীর তথ্যের ভিত্তিতে দয়াল চৌকিদারের ব্রিজ সংলগ্ন মোঃরফিক মোল্লা(৩৭)এর পানের বর থেকে ১৭ টি গাঁজা গাছ উদ্ধার।গলাচিপা থানার এস আই হাসান বশির এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানা পুলিশ সদস্য দিদারুল ইসলাম(৬২),মাইনুল ইসলাম (৫৮),আনন্দ টিভি গলাচিপা প্রতিনিধি মোঃসোহেল আরমান ও ক্রাইম নিউজ ঢাকা এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃমাজহারুল ইসলাম মলি।এস আই হাসান বশির গণমাধ্যম কে জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ০৪ ঘটিকার সময় অভিযান চালিয়ে রতনদী তালতলী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দয়াল চৌকিদারের ব্রিজ সংলগ্ন পানের বর থেকে ১৭টি গাঁজা গাছ সহ মোঃরফিক মোল্লা (৩৭), পিতাঃমোঃমোতাহার মোল্লাকে গ্রেফতার করি।উদ্ধার কৃত কাচা গাঁজার ওজন ৬০০ গ্রাম।উদ্ধার কাজে দুজন গণমাধ্যম কর্মী আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। মাদক মামলা প্রক্রিয়াধীন করে আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
পটুয়াখালীর গলাচিপায় উদ্ধার গাঁজা গাছঃগ্রেফতার ০১
ক্রাইম নিউজ ঢাকা
April, 15, 2021, 5:23 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
287 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।