,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

ফেনীতে অবাধে বিক্রি হচ্ছে নেশার ট্যাবলেট

 শিব ব্রত,ফেনীঃটামাডল মুলত ব্যথা নাশক ট্যাবলেট।এনাডল,টাপেন্ডাডল,পেন্টাডল,  ডাইক্লোপেন সহ আরো বিভিন্ন ব্যথা নাশক ট্যাবলেট বাজারজাত করে বিভিন্ন ঔষধ কোম্পানী। কিন্তু মাদকাসক্তরা এটিকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করে। হেরোইন ও ইয়াবার দাম বেশি হওয়ায় স্বল্প মূল্যের এ ট্যাবলেট বেছে নিয়েছে তারা। পরশুরাম সহ ফেনী জেলার সর্বত্র  এ নেশার ট্যাবলেট বিক্রি হচ্ছে অবাধে।এই ট্যাবলেট বিনা প্রেসক্রিপশনে যত্রতত্র বিক্রি হচ্ছে।
 জানা যায়,এই জাতীয় ব্যথা নাশক ট্যাবলেটকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিল  ভুক্ত  হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া  ও  এই জাতীয়  ট্যাবলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নির্দিষ্ট ফার্মেসিতে বিক্রি সহ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এ খবর শুনে বিপুল পরিমাণ ট্যাবলেট মজুদ করে অবাধে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার  সুবারবাজার রোডে অবস্থিত ফার্মেসি,সুবারবাজার, গুথুমা নতুন বাজার,বাশপদুয়া ও ধনীকুন্ডাসহ বিভিন্ন এলাকার ফার্মেসিতে হাতের নাগালে পাওয়া যাচ্ছে এজাতীয় ট্যাবলেট।আর বিনা প্রেসক্রিপশনে কিনে নিয়ে যাচ্ছে মাদক সেবিরা। ১৮,১০ও ৫ টাকা মূল্যের প্রতি ট্যাবলেট বিক্রি হচ্ছে একশ বা ততোধিক টাকায়।
এদিকে নেশার টাকা সংগ্রহ করতে  পরশুরামে বেড়ে গেছে চুরি ও নানাধরনের অসামাজিক কার্যকলাপ। উপজেলার পূর্ব কোলাপাড়া গ্রামের হাসিনা আক্তার বলেন, আমি মানুষের বাড়ি কাজ করে খাই। স্বামী নেই। আমার একমাত্র ছেলে নেশা করে। আগে গাঁজা খেতো।এখন কিসের জানি ট্যাবলেট আছে তা খায়। ট্যাবলেট কেনার টাকা না পেলে আমার গলায় ছুরি ধরে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
এলাকার সচেতন লোকেরা বলেন, হাতের নাগালে এ ধরনের ট্যাবলেট  ও নেশা জাতীয়  জিনিস পেয়ে এলাকার উঠতি বয়সের অধিকাংশ ছেলে নেশায় জড়িয়ে পড়েছে। এলাকায় চুরি বেড়ে গেছে। প্রশাসনকে এদিকে নজর দেওয়ার ও অনুরোধ করেন তারা।
 ফেনী ঔষধ প্রশাসন  অফিস সূত্র জানায়,এ ধরনের ঔষধ শুধু হাসপাতাল ও ক্লিনিক সংলগ্ন ফার্মেসিতে রাখার অনুমতি আছে।এ বিষয়ে পরশুরামে এখনো অভিযান চালানো হয় নি। তবে অভিযোগ পেলে অবশ্যই অভিযান চালানো হবে।
 এ ব্যাপারে পরশুরাম  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, “দেখবো” ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ