,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

আশুলিয়ায় মিনি ক্যাসিনোতে র‍্যাবের অভিযানে ২৫ ব্যক্তি গ্রেফতারঃবিভিন্ন সরঞ্জামাদি জব্দ

এস,এম,মনির হোসেন জীবনঃঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় একটি মিনি ক্যাসিনো জুয়ার আসরে গোপনে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র্যাব) ৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানার বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সন্ধ্যা ছয়টা থেকে রাত সাদে আট টা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় মোট পচিশ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করে। অভিযানকালে র্যাব সদস্যরা ৬ সেট প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪ টি মোবাইল এবং নগদ ৯৩ হাজার টাকা জব্দ করে।

এলিট ফোর্স র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ মোতালেব (১৯), জেলা- সিরাজগঞ্জ, মোঃ জহিরুল ইসলাম (৩৮), জেলা- নাটোর, মোঃ সবুর মন্ডল (৪০), জেলা – নওগা, মোঃ জাকির হোসেন (২৮), জেলা- নোয়াখালী, মোঃ ইলিয়াস (৩২), জেলা- মাদারীপুর, মোঃ কামাল শিকদার (৩৫), জেলা-গোপালগঞ্জ, মোঃ রবিউল ইসলাম (৩৬), জেলা- গোপালগঞ্জ, তৌফিক হোসেন (২৬), জেলা- নওগাঁ, মোঃ আবুল হোসেন (২৬), জেলা- পিরোজপুর, মোঃ রিপন মিয়া (৪০), জেলা- কুড়িগ্রাম, মোঃ মিলন রায় (৪৫), জেলা- জামালপুর, মোঃ আবুল কালাম (৩৯), জেলা- নওগাঁ, মোঃ সুহাগ লস্কও (২৯), জেলা- গোপালগঞ্জ, মোঃ আজিজুল (৩৫), জেলা- মাদারীপুর, মোঃ রহিদুল বাঘ (২৫), জেলা- নওগাঁ, শহিদ প্রমানিক(৩৫), জেলা- রাজশাহী, মোঃ আলমগীর (২৫), জেলা- সিরাজগঞ্জ, মোঃ সাজ্জাদ হোসেন (৪০), জেলা- নওগা, মোঃ বেলাল শেখ (৪৫), জেলা- বগুড়া, মোঃ রাজু (২৮), জেলা- নওগা, মোঃ রবিউল হোসেন (৪০), জেলা- রাজশাহী, মোঃ শাহ আলম (৪৫), জেলা- ঢাকা, মোঃ সাগর (২০), জেলা- জয়পুরহাট, মোঃ মজিবুর রহমান (২০), জেলা- কুমিল্লা, মোঃ সোহেল (১৮), জেলা- গাইবান্ধা। প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ক্যাসেনোর মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ