,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

যাত্রাবাড়ীতে বিপুল সংখ্যক ফেনসিডিল ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবনঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল মার্কেট এলাকায় ফার্নিচার ভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশী অভিযান চালিয়ে ১২শ বোতল ফেনসিডিল ও ২৭ বোতল বিদেশী মদ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ আরিফুল ইসলাম (ড্রাইভার) (২৭) ও মোঃ ইব্রহীম খলিল উল্যাহ (১৯)। জব্দকৃত মাদকের বাজার মুর্য প্রায় প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে জানা গেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র্যাব) ১০ এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে র্যাব -১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে র্যাব সদস্যরা সেখান থেকে ফার্নিচার ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশী চালিয়ে সৌখিন বক্স খাটের বক্স এর মধ্যে অভিনব পদ্ধতিতে রাখা প্রায় ত্রিশ লক্ষ টাকা মূল্যের এক হাজার দুই শত বোতল ফেনসিডিল ও সাতাশ বোতল বিদেশী সহ গাড়ি চালক মোঃ আরিফুল ইসলাম (২৭) ও তার সহযোগী মোঃ ইব্রহীম খলিল উল্যাহ (১৯)কে গ্রেফতার করে। এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান আরও জানান, এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ, একটি কাঠের বক্স খাট, একটি আলনা, একটি জাযিম, ৩টি মোবাইল ফোন ও নগদ তিন হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছু দিন যাবৎ ঢাকাসহ এর আশ পাশের এলাকায় ফেনসিডিল ও বিদেশী মদ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। এবিষয়ে গ্রেফতারকৃত দুৃই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ