,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার ৭০০ জন কৃষকের মধ্যে এসব ধান বীজ ও সারায়নিক সার আনুষ্ঠানিক বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। প্রত্যেক উপকারভোগী কৃষককে ১বিঘা জমির বিপরীতে ৫ কেজি উফশী আউস ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলা ইসলামপুর, নোয়ারাই, ছৈলা-আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও দোলারবাজার ইউনিয়নে ৮০জন করে, ছাতক সদর, কালারুকা, উত্তর খুরমা, জাউয়া, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নে ৪০জন করে এবং দক্ষিন খুরমা ও চরমহল্লা ইউনিয়নে ৩০জন করে কৃষককে এসব ধানবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, শাহ পারভেজ, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর, সুয়েব মাহমুদ, ফারুক আহমদ ও বিদ্যুৎ তালুকদার উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ