ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আশা খাতুন নামে এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে চাচাত দেবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) /৭/৩০ ধারায় মামলা (মামলা নম্বর ১৯/৯-৪-২০২১) করেছে ওই গৃহবধু। শুক্রবার (৯ এপ্রিল) চাচাতো দেবর পারভেজ আলীকে (২৫) প্রধান আসামী করে ৩ জন সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ওই গৃহবধু শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার সুত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে শিবগঞ্জ উপজেলার শিবনগর জাইগীর গ্রামে সোহেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার চাচাতো দেবর পারভেজ তার শ্বশুর বাড়িতে ঘনঘন যাতায়াত শুরু করে। এর ফলে আসামী পারভেজ গৃহবধুকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চায়। এরই মধ্যে তাদের উভয়ের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠলে এহেন দূর্ঘটনার শিকার হয় ঐ গৃহবধূ। এরই সুত্রধরে ২ এপ্রিল গৃহবধু আশা খাতুন তার নানার বাড়িতে বেড়াতে যায়। ৪ এপ্রিল আসামী পারভেজ বিয়ের প্রলোভন দেখিয়ে শিবগঞ্জ উপজেলার বাগানটুলি গ্রামে এক টিনসেট বাড়িতে নিয়ে যায় এবং তাদের শারীরিক সম্পর্ক হয় গৃহবধূর অনিচ্ছায়। এভাবে তারা ৩ দিনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে ঐ গৃহবধু বিয়ের জন্য চাপ দিলে আসামী পারভেজ টালবাহানা শুরু করে এবং গৃহবধুর সাথে প্রতারণা করতে থাকে। মামলার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর রহমান বলেন, থানায় এজাহার জমা দেয়ার প্রেক্ষিতে তা গ্রহণ করে, অভিযুক্ত পারভেজকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জেল হাজতে দেবর
ক্রাইম নিউজ ঢাকা
April, 12, 2021, 6:31 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, চাঁপাইনবাবগঞ্জ, জাতীয়, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ |
183 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।