,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

ছাতকে কম্বাইন হারভেষ্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে ধান কাটার মেশিন কম্বাইন হারভেষ্টার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি কম্বাইন হারভেষ্টার মেশিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি যন্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, মুজাহিদ আলীসহ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলার চরমহল্লা ইউনিয়নের জলালীচর গ্রামের আফরোজ আলীর পুত্র কৃষক তছির আলী এবং একই ইউনিয়নের চরেগোবিন্দ গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র কৃষক শফিউল ইসলামের হাতে একটি করে কম্বাইন হারভেষ্টার মেশিনের প্রতিকী চাবি তুলে দেন এমপি মানিক। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি মেশিনের বাজার মুল্য ৩১ লক্ষ টাকা। সরকার ১৯ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে মাত্র ১১ লাখ ৪০ হাজার টাকায় ইয়ানমার ব্রান্ডের এ মেশিন কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে শ্রমিক সংকট নিরসনের ক্ষেত্রে কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উছে। এ মেশিন এসব কৃষি যন্ত্র সরবরাহ করছে এসিআই কোম্পানী। এ সপ্তার মধ্যেই আরো ৫টি মেশিন বিতরণ করা হবে বলে জানা গেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ