,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

সাফারী পার্কে জেব্রার ঘরে নতুন অতিথি!!!

মনির হোসেন জীবনঃ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে এক শাবকের জন্ম হয়েছে। বর্তমানে নতুন অতিথিসহ পার্কের জেব্রা পরিবারের সংখ্যা ২৫টিতে দাঁড়ালো। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও সদ্য জন্ম নেওয়া শাবকটিকে নিয়ে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। নতুন শাবকের আগমনে জেব্রা পরিবার ছাড়াও পার্ক কর্তৃপক্ষের মধ্যেও তৈরি হয়েছে আনন্দের আবহ। আজ শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। এদিকে, পার্কের বন্য প্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন সাংবাদিকদেরকে জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিবেচনায় শাবকটি পুরুষ না মাদি তা এখনও জানা যায়নি। সদ্য জন্ম নেওয়া শাবকসহ পার্কটিতে বর্তমানে ২৫টি জেব্রা রয়েছে। সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, পার্ক কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যা এবং করোনাকালে পর্যটকদের অনুপস্থিতিতে পার্কে পশুপাখির নিবির সান্নিধ্যে প্রজননের বেশি সুযোগ পেয়েছে। এজন‌্য তাদের ঘরে বাচ্চার উৎপাদন বেড়েছে। যেমন, করোনাকালে ৭টিসহ গত এক বছরে ৮টি জেব্রা বাচ্চা প্রসব করেছে। এছাড়াও করোনাকালে হরিণ পরিবারে ১২টি, শাম্বার পরিবারে ২টি, কমন ইলান পরিবারে ২টি বাচ্চাসহ কচ্চপ, মূয়র, উটপাখিসহ নানা পশু-পাখির ডেরায় আশাতীত বাচ্চা জন্ম নিয়েছে। ধীরে ধীরে সাফারী পার্কটি প্রাণী জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একসময় বিদেশ থেকে প্রাণী আমদানির উপর নির্ভরতা কমে আসবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ