এস,এম,মনির হোসেন জীবনঃ রাজধানীর অদূরে সাভারের ধামরাই এলাকায় পাথরবোঝাই ট্রাক থেকে দুই কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- রাজশাহীর উত্তম কুমার এক্কার (২৭) ও কংশ এক্কার (২৬)। আজ শুক্রবার র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে দুই কোটি টাকা মূল্যমানের ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীতে নিয়ে আসত। পরে বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছেন তারা।
পাথরবোঝাই ট্রাক থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধারঃআটক ২
ক্রাইম নিউজ ঢাকা
April, 9, 2021, 4:41 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
167 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।