সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানায় হামলা ও ভাংচুরের ঘটনা সরজমিনে পরিদর্শন করেছেন মুহিবুর রহমান মানিক এমপি এবং সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম। গতকাল বুধবার সন্ধ্যায় হামলায় ক্ষতি হওয়া থানার বিভিন্ন অংশ পরিদর্শন করেন তারা। পুলিশের উপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এমপি মুহিবুর রহমান মানিক। এসময় সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এডমিন) নুরুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ওসি(তদন্ত) মিজানুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএমসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ছাতক থানার পুলিশ কর্মকর্তাদের সাথে আভ্যন্তরিন মিটিংয়ে বসেন ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম।
ছাতক থানায় হামলা ও ভাংচুরের ঘটনা পরিদর্শনে এমপি এবং ডিআইজি
ক্রাইম নিউজ ঢাকা
April, 7, 2021, 5:29 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
104 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।