মাজহারুল ইসলাম মলি,গলাচিপাঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণির ছাত্রী শাম্মি আক্তার পিংকি(১৬) কে নিয়ে পালিয়েছে এক বখাটে যুবক সুমন(২২),পিতাঃমৃতঃবাদশা মিয়া,মাতাঃঅজিফা বেগম,তেজপাতা গাছ রংধনু মোড়,সৈয়দপুর, নীলফামারি। মেয়ের বাবা মোঃশাকিল(৫৫),নিয়ামতপুর কোফফার রোড,মুন্সিপাড়া,সৈয়দপুর, নীলফামারী গণমাধ্যম কে জানান, গত ০১/০৩/২০২১ ইং তারিখ আনুমানিক সকাল ০৬ ঘটিকার সময় বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন পিংকিং কাউকে কিছু না বলে সুমন নামের বখাটে ছেলের সাথে পালিয়ে যায়। সকাল আটটার দিকে পিংকিংকে বাসায় না দেখে সবাই মিলে খোঁজাখুঁজি করি।নিকট আত্নীয় স্বজনের বাড়ি খুঁজে কোথাও পাওয়া যায় না।যখন কোন সন্ধান না পাই তখন থানায় জিডি করি যার নং৫৬১,০৯/০৩/২০২১।পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি সুমন নামের বখাটে ছেলের সাথে পালিয়ে গেছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোজ করি আমার একমাত্র মেয়েকে।মেয়ের মোবাইল প্রশাসনের মাধ্যমে ট্রেকিং করে জানতে পারি পাঁচ দিন যাবত পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে অবস্থান করছেন। তাই আমি গলাচিপা আসি এবং চরবিশ্বাস খুঁজতে যাই কিন্তু কোন সন্ধান পাইনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি যদি বখাটে যুবক সুমন ও আমার মেয়ের সন্ধান দিতে পারেন তাহলে পিতা হিসেবে আমি খু্ব উপকৃত হতাম।ফিরে পেতাম একমাত্র মেয়েকে। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়েছে বখাটেঃহন্নি হয়ে খুঁজছে পরিবার।
ক্রাইম নিউজ ঢাকা
April, 6, 2021, 5:57 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
141 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।