সেলিম মাহবুব,ছাতকঃ
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাও. মামুনুল হকের পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনকে (ফয়েজ মারজান) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফয়েজ উদ্দিন ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা। এব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, ফেইসবুকের স্ট্যাটাস দেখে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে ফয়েজ উদ্দিনকে বহিস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে তাকে তার পদ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামুনুল হকের পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস,ছাত্রলীগ নেতা বহিষ্কার!!

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।