ডেস্ক নিউজ : করোনার বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। শনিবার (৩ এপ্রিল ০২১) সরকারী বাসভবন থেকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য প্রায় জানান বাংলাদেশ আওয়ামীলীগ সাঃ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে লকডাউনের ব্যাপ্তি কী হবে, কী কী খোলা থাকবে আর কী কী বন্ধ, তা সরকারের ঘোষণায় বিস্তারিত জানা যাবে। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। তবে যেসব প্রতিষ্ঠান জরুরী সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলো লকডাউন চলাকালে খোলা থাকবে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উদ্বেগজনকহারে বেড়ে গেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই মারা যাচ্ছে অর্ধশতাধিক মানুষ। আক্রান্ত হচ্ছে ৫ সহস্রাধিক লোক। এই বিষয় সাধারণ নিরহ মানুষের থেকে জানতে চাইলে তাঁরা প্রায় বলেন. গত বছর এই দিনে ৩ মার্চ মাহে পবিত্র রমজান মাসে এই বেহাল দশা হয়ে গেছে.( ৩ এপ্রিল থেকে ২০২১সালে মধ্যে পবিত্র রমজান মাস সামনে এসেছে তখন এই বেহাল দশা শেষ হচ্ছে-না এবং দরিদ্র পরিবারে নিরাপত্তা ব্যবস্থা না-ই এবং নিরহ জনগণের আয়ের পথ থেকে বন্ঞ্ছিত ও কিছু দুঃখী মিয়ার ছেলেরা হা হা করে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে হবে।
পবিত্র রমজান মাস সামনে রেখে টেকনাফ হইতে তেতুঁলিয়া পর্যন্ত লকডাউন
ক্রাইম নিউজ ঢাকা
April, 3, 2021, 5:11 pm
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
93 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।