নুরুল আলম,টেকনাফঃটেকনাফে র্যাব বাহিনীরা অভিযান পরিচালনা করে বেপরোয়া এলায় থেকে ইয়াবাসহ এক ইয়াবা কারবারীকে আটক করেছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সুত্র জানায়, গত ২রা এপ্রিল রাত সাড়ে ১২ টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টিএনটি রেস্ট হাউসের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং মুন্ডার ডেইলের সোলতান আহমদের পুত্র সোলেমান ৩২) কে একটি কাপড়ের তলেসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপষ্টিত সম্মুখে কাপড়ের তলেটি তল্লাশী করে ৬হাজার ৪শত ইয়াবাসহ কিছু আদান প্রদানের নগদ টাকা ও ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই মাদক কারবারী সাবরং এলাকায় প্রভাবশালী মহলের সহযোগিতায় অনেক দিন যাবদ উনি ইয়াবা ফুলের গন্ধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে গোপনীয় কেশু বিড়ালটি বাহির হয়ে গেছে অবশেষে মাদক নিয়ে আটক হয়েছে এই ব্যাপারে ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই অপরাধ চক্র বিরুদ্বে মামলা এজাহার করার পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ র্যাবের অভিযানে আটক-১
ক্রাইম নিউজ ঢাকা
April, 3, 2021, 12:40 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
208 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।