নুরুল আলম টেকনাফঃ ১লা এপ্রিল দুপুর পৌনে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌক একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার উত্তর ডেইল পাড়ার গরু বাজারের পূর্বে মেরিন ড্রাইভের পশ্চিমে জনৈক কালামের বাড়ি
যায় এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর ডেইল পাড়ার মৃত নজির আহমদের পুত্র কালাম (৫৫) এবং কালামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) কে একটি ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ৪হাজার ২শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.এস.পি মোহাম্মদ শেখ সাদী এই ব্যাপারে বলেন সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারী দম্পতিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।