সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে মনিপুরী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বসন্ত রাসলীলা আজ শুক্রবার সকাল থেকে শুরু হবে। উপজেলার ইসলামপু ইউনিয়নের রাসনগর উত্তর পল্লী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ পরেশ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি আনন্দ কুমার সিংহ, মনিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি প্রদীপ কুমার সিংহ ও মনিপুরী সমাজকল্যাণ সমিতির চুনারুঘাট শাখার উপদেষ্টা কৃষ্ণ কুমার সিংহ উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৬টায় মনিপুরী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে রাত ১০ টা থেকে পরদিন ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের বসন্তরাস। বসন্ত রাসলীলা উৎসবে ধর্মবর্ণ সকলকে আমন্ত্রন জানিয়েছেন বসন্ত রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ ও সাধারন সম্পাদক মিলন কুমার সিংহ।
মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বসন্ত রাসলীলা আজ
ক্রাইম নিউজ ঢাকা
April, 1, 2021, 6:28 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
132 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।