নুরুল আলম,টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কক্সবাজার জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার জেরে এই নির্দেশনা এলো।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার৷১ এপ্রিল ০২১. সকাল থেকে এই আদেশ কার্যকরের কথা বলা হয়েছে। এই রাস্তাতে চলাচল করা পর্যটকবাহী সব জাহাজ চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল করবে আগের মতো। তবে, এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পথে জীবন চলার যাত্রী পরিবহনের জন্য নৌযানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী গণমাধ্যমে জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নৌপথে ১৫ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী জাহাজ চলাচলের অনুমতি ছিল।
জেলা প্রশাসনের এই নির্দেশনার পরপরই জিরো পয়েন্ট এলাকায় সেন্ট মার্টিনে অবস্থানরত বেশিরভাগ পর্যটককে টেকনাফে ফিরিয়ে এনেছে ওই রাস্তায় চলাচল করা জাহাজগুলো। গত বছরের ১২ নভেম্বর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দিয়েছিলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই রাস্তা ঘাটে চলাচল করা জাহাজগুলো হলো গ্রিন লাইন-১, বে ক্রুজ, এমভি পারিজাত, এমভি আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান-১, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালাম।