কুড়িগ্রাম প্রতিনিধি: তাং: ২৯-০৩-২০২১ইং। রাজারহাট উপজেলায় ”বাংলাদেশ ছিন্নমুকুল” (সিবি) সরদারপাড়া, কুড়িগ্রাম শাখার আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম সাব কম্পোনেট ২.৫ পিইডিপি-৪ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ সোমবার রাজারহাট উপজেলা অফিসার্সক্লাবে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছিন্নমুকুল প্রোগ্রামের কুড়িগ্রামের নির্বাহী পরিচালক সহকারি অধ্যাপক দিলরুবা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুনুর মো: আক্তারুজ্জামান,কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারি পরিচালক মো: মোশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ এইচ এম রায়হান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, প্রেসক্লাব রাজারহাট- এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রধান শিক্ষক মো: নুর ইসলাম, আব্দুল লতিফ মির্জ্জা, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ।
কুড়িগ্রামে ছিন্নমুকুল এডুকেশন প্রকল্পের অবহিতকরণ সভা
ক্রাইম নিউজ ঢাকা
March, 29, 2021, 12:14 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, চট্টগ্রাম, জাতীয়, বিভাগীয় খবর, রংপুর, সারাদেশ |
119 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।