নুরুল আলম,টেকনাফঃকরোনা ভাইরাসের উপর্সগ দ্বিতীয় বারের মতো দেখা দেয়ায় কক্সবাজার-৪ [উখিয়া-টেকনাফ] আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র আপনজন [উখিয়া-টেকনাফ সাবেক এমপি আলহাজ্ব রহমান [বদি] গত বুধবার ১৭ মার্চ ২০২১ সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত সাবেক সংসদ বদির শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থর দিকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন; যেন সুস্থ হয়ে আবার প্রিয় কক্সবাজারের উখিয়া-টেকনাফবাসীর কাছে ফিরতে পারেন এবং নৌকায় মার্কা কে বিজয় নির্শিত করা জন্য অপেক্ষা করছে ও গণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে এবং সামনে পবিত্র রমজান মাসে রক্ষার্থে অসহায়ী পরিবারের মাঝে রুখে দাঁড়ায় তে চাই সাবেক সংসদ আব্দুর রহমান বদির বক্তব্য তিনি বিগত পাঁচ-ছয়দিন ধরে অসুস্থ থাকার পর ১৬ মার্চ টেকনাফ সদর হাসপাতালে টেস্ট এর জন্য আবেদন করেন। এর পরের দিন বুধবার ১৭ মার্চ করোনা পজেটিভ আসলে সাবেক এমপি বদি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রাওনা হন তিনি। গত শনিবার সকালের দিকে তিনি রাজধানীর ধানমণ্ডি আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।ও চিকিৎসা দিন রহিয়াছে বলে জানা যায়।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দ্বিতীয়বার করোনা আক্রান্ত সাবেক এমপি বদি
ক্রাইম নিউজ ঢাকা
March, 28, 2021, 5:12 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
156 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।