রাজধানীর দক্ষিণখান থানার আইনুসবাগ (চাদনগর)এলাকায় আওয়ামীলীগ দু গ্রুপের গোলা গুলিতে এক জন গুলিবিদ্ধ খবর জানা গেছে ….দক্ষিণখান থানার এস আই আজিজ সহ বেশ কয়েকজন পুলিশের সামনে সাংবাদিক যোবায়েরকে মারপিট সহ ঢাকা টিভির ক্যামেরা পারসন আসিফকে পিটিয়ে জখম করে তার ক্যামেরা ভাংচুর করে নিয়ে গেছে সন্ত্রাসীরা….
আওয়ামিলীগের দু-গ্রুপের গোলা-গুলিঃসাংবাদিকের উপর হামলা
ক্রাইম নিউজ ঢাকা
March, 24, 2021, 7:13 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, রাজনীতি, সারাদেশ |
201 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।