এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৫৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো – মোঃ রমজান আলী , মোঃ রবিন আলী, মোঃ কামাল হোসেন, মোঃ রানা ওরফে হেমাল হোসেন ও মোঃ নাদিম উদ্দিন । অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫৫ কেজি নিষিদ্ব গাঁজা, ৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনে একটি প্রাইভেটকার উদ্ধার মূলে জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ রোববার এসব তথ্য জানানো হয়েছে। ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।
৫৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদককারবারি গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
March, 21, 2021, 3:31 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
206 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।