বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আবদুর রহমান বদি দ্বিতীয় বার করোনা ভাইরাস আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি রোগ মুক্তির জন্য আজ শনিবার পবিত্র আছরের নামাজের পর কক্সবাজার জেলা বাস্তুহারালীগ সাঃ সম্পাদক আব্দুল সালামের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর যুবলীগের নেতা নুরুল আলম ও সাঃ সম্পাদক সাবেক ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুফিজুর রহামান কালা ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ কাসিম ও সোহাগ উপস্থিত ছিলেন) সাবেক ৭নং ওয়ার্ড যুবলীগ সিনিয়র সহ সভাপতি কামাল হোছন. ও জিয়াউর রহমান জিয়াবুল. মোঃ রফিক , সিরাজ মোক্তার সওদাগর. এই সময় সবাই মহান আল্লাহ্ তাআলার নিকট জননেতা আলহাজ্ব আবদুর রহমান বদির দ্রুত সুস্থতা দোয়া কামনা করেন।পাশাপাশি আগামী ২৫তারিখ টেকনাফ পৌর বাস্তহারা লীগের সভা আয়োজন করা গেল সকল নেতা কর্মীর মতামতে ও আগামী ২৬শে মার্চ উপলক্ষে . উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ রহিলো|
দ্বিতীয় বার করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য
ক্রাইম নিউজ ঢাকা
March, 20, 2021, 4:23 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
186 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।