শিব বত ফেণীঃ পরশুরাম উপজেলায় আঞ্চলিক সড়ক ও গ্রামের বিভিন্ন সড়কে নিবন্ধন হীন সিএনজি বেড়েই চলেছে। বেশিরভাগ সিএনজির নেই নিবন্ধন ও চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। এব্যাপারে প্রশাসনের নজরদারি না থাকায় সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। অন্যদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়া ছোটখাটো দুর্ঘটনা এখানে নিত্যদিনের ঘটনা। পরশুরাম -ফেনী আঞ্চলিক সড়ক ছাড়া ও উপজেলার গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে বক্সমাহমুদ,বিলোনীয়া,সুবারবাজার,শালধর,রাযষপুর, চন্দনা ও ধনীকুন্ডায় চলছে প্রতি দিন গড়ে এক থেকে দেড় হাজার সিএনজি।যার মধ্যে বেশির ভাগই নিবন্ধন প্লেইট বিহীন। এলাকাবাসীর তথ্য ও অনুসন্ধানে জানা গেছে,এসব নাম্বার প্লেইট বিহিন সিএনজি ই দূর্ঘটনার অন্যতম কারণ।
এব্যাপারে একাধিক চালক জানান, সিএনজি চালিয়ে আর আগের মত আয় করা যায়না। নিবন্ধন করতে হলে ৩০ থেকে ৪৫ হাজার টাকা খরচ লাগে, তাই তারা নিবন্ধন করেনি। এছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ও বাড়তি ঝামেলা পোহাতে হয়।
অন্যদিকে প্রতি দিন সিএনজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয় এবং প্রতি মাসে পরশুরাম থানায় একেক সিএনজি একেক অংকের টাকা দিতে হয়। প্রতিরাতে থানায় ডিউটি করার জন্য ও সিএনজি দিতে হয়।
এব্যাপারে পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার বলেন,আমরা এই অনিবন্ধিত যানবাহনের ব্যপারে প্রায় ই মোবাইল কোর্ট করে থাকি এবং এই অভিযান অব্যাহত আছে, তিনি আরো জানান,পুলিশ রাস্তায় থাকে তাই এব্যাপারে পুলিশের আরো সচেতন থাকা ও রাস্তায় চেকপোস্ট বসিয়ে ওইসব অনিবন্ধিত যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে অভিযান চালানো একান্ত প্রয়োজন ।