মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে অটোরিক্সার চাপা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। মৃত বৃদ্ধের নাম- আব্দুর রহমান (৭৫)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের মৃত আনসার আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৮ই মার্চ) রাত অনুমান সাড়ে ১১টার সময় লাউড়গড় সীমান্ত নদী যাদুকাটায় কাজ শেষ করে শ্রমিক আব্দুর রহমান ও অন্যরা অটোরিক্সা দিয়ে বাড়ি ফিরছিল। পথের মধ্যে কড়ইগড়া নামক স্থানে অবস্থিত ব্রিজের কাছে এসে অটোরিক্সা উল্টো খাদে পড়ে যায়। এসময় অটোরিক্সায় থাকা বৃদ্ধ আব্দুর রহমান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর চালকসহ অন্যান্য যাত্রীরা আহত হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করায়। আর বৃদ্ধ আব্দুর রহমানকে মৃত বলে ঘোষনা করে। তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি তবে এব্যাপারে লিখিত অভিযোগ পাইনি।
অটোরিক্সার চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু,আহত ৫
ক্রাইম নিউজ ঢাকা
March, 19, 2021, 2:52 pm
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
60 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।