সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসবে মিলিত হয় শতাধিক নেতা-কর্মী। পরে শহরে একটি আনন্দ মিছিল করে তারা। মিছিলটি শহরের প্রধান-পধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাষ্টম রোডে এসে শেষে হয়। জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ শেষে পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুহিন চৌধুরী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল হাসান শাওন, যুবলীগ নেতা ইমন খান, রহিম আলী, কিবরিয়া, পৌর ছাত্রলীগ নেতা জিতু মিয়া, তমাল দাস, জেলা ছাত্রলীগের সদস্য আলিফ হাসান অর্নব, ছাত্রলীগ নেতা ওবায়দুল, হিমু, কাউসার আহমদ, আব্দুল কদ্দুছ শিবলু, স্বপ্নীল দাস আকাশ, আল আমিন, মঈনুল হোসেন, রাব্বী আহমদ প্রমুখ। এ সময় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, রিয়াজ মিয়া, মলয় আচার্য্য, মানিক আচার্য্য, উত্তম আচার্য্য, দিলিীপ আচার্য্য, ছাত্রলীগ নেতা সাগর মিয়া, সালমান আহমদ, হুসাইন আহমদ, হৃদয় তালুকদার, জামিল আহমদ,হাসান মিয়া, সামরি আলী, আফজাল হোসেন, চন্দন দাস, আফজল মিয়া, পুলক, রাইছান, শুভন তোফায়েল, এমরান আহমদ, সোহান, আমজাদ, জুয়েল, মাহফুজ, তপন দাস, বিষু দাস, জিতু দাস, সোহাগ, হিমেল, রুমেল, রুহান, নয়ন, আরিফ, নিরব, অপু, বিল্লাল, বিজন, ইমন, অমিত সুফিয়ান, সোহাগ, কায়েছ, সাইফ, বাপ্পী, মাহির, রুদ্র, আব্দুল্লাহ, অলিদ, আরিফ, সামছুল, শরীফসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
ক্রাইম নিউজ ঢাকা
March, 18, 2021, 7:35 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
113 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।