প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম- সুমন মিয়া (২৫)। একই জেলার দক্ষিণ-সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ধর্ষিতা কিশোরী তার নানীর বাড়িতে বসবাস করতো। গত রবিবার (১৪ই মার্চ) সন্ধ্যায় ওই কিশোরীর বাবা মা কাজের সন্ধানে বাহিরে যাওয়ার পর প্রতিবেশী সুমন মিয়া ওই কিশোরীকে বিয়ের করার প্রলোভন দেখিয়ে পিঠাপই গ্রামের ফারুক মিয়ার পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল বুধবার (১৭ই মার্চ) রাতে ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) ভোরে সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উক্ত থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এই ঘটনার সত্যতা সুনিশ্চিত করে সাংবাদিকদের জানান- ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
March, 18, 2021, 4:32 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
68 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।