নুরুল আলম টেকনাফঃ হ্নীলায় পথচারী পাগলিকে গাড়ি চাপা দিয়ে নুরুল আলম টেকনাফের হ্নীলায় এক পথচারী পাগলিকে গাড়ী চাপা দিয়ে পালিয়ে গেল বেপরোয়া চালক কিন্তু নজরে নাই আইন শৃংখলা বাহিনীও প্রতিশ্রদ্ধাশীল ও যারা জুলুম অত তাদের জন্য সবসময় বিচার আছে ও কোটি পতি ও স্বাধীনতা ঘোষণা দেখুন গোয়েন্দা সংস্থা নিকট ভবিষ্যতে এইধরনের পরীক্ষার জানা যায়, ১৪ মার্চ ১০ টায় হ্নীলা বাস স্টেশনের উত্তর পাশে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাখা রাস্তায় পাগলি হাটার সময় বেপরোয়া ভাবে আসা একটি অজ্ঞতনামা গাড়ী চাপা দিয়ে মরে গেছে মনে করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে উক্ত পাগলির দু’পা থেতলে গেছে এবং মাথায় ফেটে রক্তক্ষরণ হয়। মুমূর্ষ অবস্থায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি বাহিনী ঘটনাস্থলে এসে পাগলিকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত পাগলির অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
পথচারী পাগলিকে গাড়ী চাপা দিয়ে পালিয়ে গেল চালক
ক্রাইম নিউজ ঢাকা
March, 14, 2021, 3:47 pm
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
204 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।