নুরুল আলম, টেকনাফঃ উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত পাচারকারী আলী আহমদ। ছবি- ক্রাইম নিউজ ঢাকা কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার টি ইয়াবা বড়িসহ এক মুরগী চুর মাদক কারবারীকে আটক করেছে ২ বিজিবি। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় টেকনাফ উপজেলা শাখা হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং নাফনদী সংলগ্ন খালের মুখ এলাকা হতে মাদকসহ তাকে আটক করা। আটক ব্যক্তি ওই ইউনিয়নের লম্বাবিল এলাকার আবুল মুহাম্মদ হোসেনের ছেলে আলী আহমদ (২৮)। ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান আটকের বিষয়টি ক্রাইম নিউজ কে নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক প্রায় বলেন মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা মাদকাসক্ত ও ঠিকানায় তিনি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং খালেরমুখ এলাকায় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তি সাঁতার কেটে সীমান্তে পৌছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জওয়ানরা ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। ধৃত আসামীকে জব্দকৃত মাদকসহ মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
আলোচিত সীমান্ত পয়েন্ট টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক
ক্রাইম নিউজ ঢাকা
March, 12, 2021, 3:08 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
192 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।