নুরুল আলম , টেকনাফ : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে ১ম, ২য় দিনে চেয়ারম্যান পদে ৯টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭টি ও পুরুষ সদস্য পদে ১৪৫ টি ফরম বিতরণ করা হয়েছে বলে টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে । এই ফরম বিতরণ আগামী ১৮ই মার্চ পর্যন্ত বিতরণ করা হবে এবং একই দিনে জমা দেওয়া হবে। ১৯ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে ২৪ই মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ই এপ্রিল ভোট গ্রহন করা হবে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপি অংশ গ্রহন না করার ঘোষণা দেওয়ায় অসংখ্য স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হওয়ার জন্য ইতি মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীগণ দলীয় মনোনয়ের আশায় ঢাকায় অবস্থান করছে বলে জানা যায় আসি দের জন্য সূত্রে জানা গেছে। উলেখ্য যে, ইয়াবা ও মানবপাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্বের বিষয়ে সরকারী কোন নির্দেশনা না আসায় সাধারণ প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন না তারা ভোটার দের পক্ষে নেওয়া জন্য কাঁড়ি কাঁড়ি কালো টাকা ব্যয় করবে। ফলে ফলাফল সৎ,যোগ্য, মেধাবী ব্যক্তি নির্বাচিত হতে পারবে না বলে মনে করেন।
ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফরম বিতরণ : দু’দিনে ১৯৫
ক্রাইম নিউজ ঢাকা
March, 11, 2021, 5:32 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, রাজনীতি, সারাদেশ |
145 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।