নুরুল আলম,টেকনাফঃ টেকনাফে ২৩নং অনুপ্রবেশ কারী রোহিঙ্গা ক্যাম্পে ১০ম দফায় ১২১টি পরিবারের ৬০৯জন মোট ১৩৩৮টি পরিবারের ৬হাজার ১শ ১৩জনকে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায় এবং ১১মার্চ২১. বিকাল ৩টারদিকে টেকনাফের ২৩নং শামলাপুর অনুপ্রবেশ কারী রোহিঙ্গা জনগোষ্ঠী স্হান হতে ১০ম দফায় ১৪টি বাস ও ১০টি ট্রাকযোগে ৩নং স্হান ১৩পরিবারের ৬০জন, ৪নং ক্যাম্পে ৭৫পরিবারের ৩৭৯জন, ১০নং স্হান ১৮পরিবারের ৮৭জন,১৩নং স্হান ৫পরিবারের ১৯জন,১৬নং ঠিকানায় ১ পরিবারের ৩জন,১৭নং ক্যাম্পের ১০পরিবারের ৫১জন, ১৯ নং ঠিকানায় ১ পরিবারের ৫জন এবং ২৬নং অস্তায়ী ঠিকানায় ১ পরিবারের ৫জনসহ মোট-১২১টি পরিবারের ৬০৯জনকে অনুপ্রবেশ কারী নারী-পুরুষ ও শিশুকে উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও অস্থায়ী স্হানে স্থানান্তর করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৩৩৮টি পরিবারের ৬১১৩জনকে স্থানান্তর করা হয়েছে।
১০ম দফায় ১২১ রোহিঙ্গা পরিবারের ৬০৯জন স্থানান্তর
ক্রাইম নিউজ ঢাকা
March, 11, 2021, 5:23 pm
অন্যান্য, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
164 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।