প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদী শহরের ডায়াবেটিস হাসপাতালের পিছনের বৃদ্ধার কন্যা রোজিনা ও তার স্বামী নূরুজ্জামান দীর্ঘদিন দিন যাবৎ ওপেন সিক্রেটে মাদক বিক্রি করে চলছে । তাদের মাদক বিক্রির সচিত্র ভিডিও প্রকাশ হলেও যেন মাদকদ্রব্য ও প্রশাসনের নজরে আসছেনা। বিষয়টি নিয়ে ঐ এলাকার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। কেউ কেউ বলছে তাদের দেয়া মাদক উঠতি বয়সের যুবকরা খেয়ে বিপদ গাভী হচ্ছে। মাদকের টাকা যোগার করতে অনেকেই ছিচকে চুরির সাথে জড়িয়ে পরছে বলে অনেকেই নাম প্রকাশ করার শর্তে জানান। বিষয়টি জরুরি পদক্ষেপ নেয়া দরকার বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। উল্লেখ্য রোজিনা ও তার স্বামীর মাদক বিক্রির ভিডিও আমাদের হাতে রয়েছে। রোজিনার হাতে মাদকের পোঁটলা দেখা যাচ্ছে।এই ভিডিওটি ০৭.০৩.২০২১.ফুটেজ।
ওপেন সিক্রেট মাদক বিক্রিঃখুঁটির জোর কোথায় ?
ক্রাইম নিউজ ঢাকা
March, 10, 2021, 7:55 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পাবনা, বিভাগীয় খবর |
307 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।