এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহজাহানপুরে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মোঃ এরশাদ হোসেন (৩০)। র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর থানার টিটি পাড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানকালে র্যাব সদস্যরা ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ এরশাদ হোসেন (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ শাহজাহানপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
রাজধানীতে ১০৫ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
March, 9, 2021, 5:16 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
110 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।