নুরুল আলম,টেকনাফঃ টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ম দফায় আরো ১৫৯ পরিবারের ৬৯৮জন অনুপ্রবেশ কারী নারী-পুরুষ ও শিশুকে অন্যান্য অন্য স্হানে স্থানান্তর করা হয়েছে। সুত্রে জানায়, ৯মার্চ ২১. মঙ্গলবার বিকাল ৩টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক হতে উখিয়া কুতুপালং,বালুখালী মেগা ক্যাম্প ১৯ ও ২০ ক্যাম্পসহ অন্যান্য অনুপ্রবেশ কারী ক্যাম্পে অবস্থানকারী স্বজনদের পাশাপাশি সদিচ্ছায় ক্যাম্প-২ এর পশ্চিমে ১৪ পরিবারের ৬৯জন, ক্যাম্প-৯ এ ২৪পরিবারের ৯৯জন, ক্যাম্প-১১ এ ১২পরিবারের ৬৩জন, ক্যাম্প-১২ এ ১১পরিবারের ৫৬জন, ক্যাম্প-১৭ এ ৩৩ পরিবারের ১৪৫জন, ক্যাম্প-১৮ এ ৪৭ পরিবারে এ ১৯৬জন, ক্যাম্প-২১ এ ৬ পরিবারের ১৯জন, ক্যাম্প-১৩ এ ১০ পরিবারের ৪২জন এবং ক্যাম্প-২২ এ ২ পরিবারের ৯জনসহ মোট ১৫৯ পরিবারের ৬৯৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আর আরআরসি কর্তৃক প্রদত্ত যানবাহনের মাধ্যমে গন্তব্যে স্হানে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যায়।
ক্যাম্প হতে ৮ম ধাপে ৬৯৮ জন রোহিঙ্গা স্থানান্তর
ক্রাইম নিউজ ঢাকা
March, 9, 2021, 3:33 pm
অন্যান্য, আন্তর্জাতিক, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
202 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।