সেলিম মাহবুব,ছাতকঃবিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি। আগামী ২০মার্চ শনিবার খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হবে এ সম্মেলন এবং ওই একই দিনই এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে দেশের প্রথিতযশা সাংবাদিকদের নিয়ে। সম্মেলনকে ঘিরে দেশের প্রতিটি জেলায় উৎসবমূখী হয়েছেন গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মেলন শিল্পনগরী খুলনা জেলাতে অনুষ্ঠিত হওয়ার কারণে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দদের মধ্যে। সংগঠনটির মহাসচিব সুমন সরদার জানিয়েছেন, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। এছাড়া খুলনার রাজনীতি, সামাজিক অঙ্গ সংগঠন সহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থাকবে। সারা বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের এক মেলা দেখা যাবে সম্মেলন কে ঘিরে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। তথ্যমতে, ২০মার্চ শনিবার বিকাল ৩টায় খুলনার রয়েল হোটেলের (ব্যাংকোয়াট হল) ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে খুলনা সহ দেশের প্রত্যান্ত অঞ্চলের সকল সাংবাদিকদের আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সম্মেলন ২0মার্চ
ক্রাইম নিউজ ঢাকা
March, 8, 2021, 3:58 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, খুলনা, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
235 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।