মো:খোরশেদ আলম: ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে জাতীর পিতার প্রতিকৃতিতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন কুমার চাকমা কুমিল্লা সহকারী অফিসার শাওন পুষ্পস্তবক অর্পণ করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ (০৭ মার্চ) রবিবার ০৩:৩০ ঘটিকায় জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১’ উদযাপন শুরু করে। পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীর পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতীর পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের সকল থানায় একযোগে কেক কেটে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়।চৌদ্দগ্রাম থানার কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ অফিসার শাওন, এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা রঞ্জন চাকমা এ সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চেরঐতিহাসিক ভাষণ প্রচার করা হয় এর পরে মাননীয় প্রধান মন্ত্রির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয় কর্তৃক আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত A Surprise Digital Leader in Asia এর বাংলা অনুবাদ অনুষ্ঠানে পড়ে শোনানো হয় এবং জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়, সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙ্গালী জাতিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। এই ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষনা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফল বলে উল্লেখ করেন এ সময় সহকারী অফিসার, অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা , চৌদ্দগ্রাম, থানা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম থানায় জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ওআনন্দ উদযাপন বাংলাদেশ পুলিশ
ক্রাইম নিউজ ঢাকা
March, 8, 2021, 5:01 am
অন্যান্য, কুমিল্লা, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ |
203 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।