মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় আজিজুল রহমান মার্কেটের ৫টি দোকানে থাকা যাবতীয় মালামাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে গেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই মার্কেটের ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা। গতকাল শনিবার (৬মার্চ) রাত ৮টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসীর সহযোগীতা নিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ব্যবসায়ীরা। জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫টি দোকানে অগ্নিকান্ডঃ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ক্রাইম নিউজ ঢাকা
March, 7, 2021, 10:55 am
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
144 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।