চৌধুরী সেলিম মাহবুব, ছাতকঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান চৌধুরী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বৈঠকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীর উত্তম খেতাব দেয়া হয়। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের অবিনাশী কুটিল প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জেডফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রশক্তির জোরে খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করা হলেও তার পরিনাম হবে বয়াবহ। সরকার তার অপকর্ম ঢাকার জন্য জামুকা কর্তৃক স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করলে বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। শুক্রবার বিকেলে ছাতকের সিংচাপইড় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কুমারকান্দি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সূরত, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, কয়েছ আহমেদ, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান, ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলী আমজাদ আসকর, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাহেল আহমেদ, বক্তব্য রাখেন বিএনপি নেতা আজাদ রব্বানি, রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শেখ ফরহাদ আহমেদ গাজী মিলটন, ছাতক উপজেলা যুবদলের সাবেক সদস্য আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর সাবেক ছাত্রদলের নেতা রাসেল আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি এস এম সেফুল, যুক্তরাজ্য বিএনপি নেতা সোয়েব ফিরোজ মুন্না, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি ফারুক আহমদ মিঠু,যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সুরমান আলী, সহ সাংগঠনিক সম্পাদক তালেব আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, কয়েছ আহমেদ, খালেদ মাসুদ সুজন, আনোয়ার হোসেন, ওলিউর রহমান আলেক,কাওছার আহমদ, সাব্বির আহমদ,সিংচাপইড় ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ,উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আবু হেনা, স্বেচ্ছাসেবকদলনেতা সোহেল আহমেদ, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ কামাল তালুকদার, আবিদুর রহমান, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন,দোয়ারা বাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সুমন, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান, দোয়ারা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদরনি, উপজেলা যুবদল নেতা মোজাহি আলী,ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ আহমদ নাইম, সিলেট মহানগর ছাত্রদলের সহ পাট চক্র সম্পাদক এনামুল হক সুমন, যুবদল নেতা আলী আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, তোরন মিয়া,সোহেল আহমেদ, তোফায়েল আহমেদ, নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।
জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্ত প্রতিহিংসার বহিঃপ্রকাশ -মিজানুর রহমান
ক্রাইম নিউজ ঢাকা
March, 6, 2021, 2:27 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
168 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।