প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বৃদ্ধি পেয়েছে মদ, গাঁজা, ইয়াবা, কয়লা, নাসিরউদ্দিন বিড়ি ও চাল পাচাঁর। প্রতিদিনর মতো আজ শনিবার (৬মার্চ) ভোরে সীমান্তের লালঘাট, লাকমা ও টেকেরঘাট এলাকা দিয়ে ইয়াবা, অস্ত্র ও কয়লা পাচাঁর মামলার আসামী কালাম মিয়া, লেংড়া বাবুল ও ইসাক মিয়ার নেতৃত্বে ভারত থেকে বিপুল মদ ও কয়লা পাচাঁর করে লুকিয়ে রাখে চোরাচালানীরা। খবর টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই আলাউদ্দিন অভিযান চালিয়ে লাকমা সীমান্ত থেকে ৪ বোতল ভারতীয় মদসহ ব্যবসায়ি মিরাজ
আলী (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ি মিরাজ আলী জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত
হারিছ মিয়ার ছেলে। এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন- মদসহ গ্রেফতারকৃত ব্যবসায়ির বিরুদ্ধে আজ শনিবার (৬মার্চ) দুপুরে থানায় মাদকের মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাহিরপুর সীমান্তে মদসহ ১ ব্যবসায়ি গ্রেফতার

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।