এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর চকবাজার থানার চক সার্কুলার রোড এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ৪ জন গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটককৃত ব্যক্তিরা হলেন-মোঃ নুরে আলম তপু (৩৯), মোঃ রাব্বি (১৯), মোঃ হৃদয় (২২) ও মোঃ মুন্না ওরফে রজব (২১)। অভিযানকালে র্যাব সদস্যরা তাদের নিকট থেকে ৫ হাজার ৯৯১ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্য, ১টি মোবাইল ফোন ও নগদ- ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর চকবাজার মডেল থানার চক সার্কুলার রোড এলাকায় দু’টি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। ##### এস,এম,মনির হোসেন জীবন, ঢাকা, ৫ মার্চ, ২০২১
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।