,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

মাদক বিক্রির প্রবনতা আবারো ব্যাপক ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে

ঈশ্বরদী প্রতিনিধিঃ বিভিন্ন সুত্র ও ঈশ্বরদী আইনশৃঙ্খলার সদস্যদের মাদক আটকের সমীক্ষায় উঠে আসছে এই সমস্ত বাস্তব চিত্র মাদক বিক্রির অভায়ারণ্য ।উপজেলার এসব মাদক বিক্রেতারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেউ কেউ সম্প্রতি অনেকেই আটক হয়েছে।তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে এসে তারা আবারও এই মরন নেশা মাদক বিক্রি করে চলছে। এদের মধ্যে অনেকেই আছে যারা মাদক বিক্রি করবেনা বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে মুচলেকা দিয়ে আসে । পূনরায় অর্থের লোভ সামলাতে না পেরে আবারো জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়ীর সাথে। আমাদের অনুসন্ধানী টিমের একাধিক সূত্র মতে জানা গেছে, কিছু অসাধু প্রশাসনের অপরদিকে মাদক বিক্রি করে তাদের মধ্যে বিশেষ কিছু মাদক ব্যাবসায়ী রয়েছে তাদের কখনও আইনশৃঙ্খলা বাহিনী অসাধু কিছু সদস্য সুকৌশলে তাদের আটক না করে ঐ মাদক ব্যবসায়ী কে তাদের সোর্স বলে আইনের আওতায় আনা হয়না এমন অভিযোগ উঠে আসে আমাদের অনুসন্ধানী টিমের কাছে। এদের মধ্যে বেশ কয়জনের নাম উঠে আসে তাদের কেউই দীর্ঘদিন যাবত নেশাজাতীয় দ্রব্য ফেনসিডিল ইয়াবা ,হিরোইন, গাজা, চোলাই মদ বিক্রি করে আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আটক হয়নি বলে জানিয়েছেন অনেকে। কর্মচারীর সহযোগিতায় তারা এই ব্যাবসা পরিচালনা করতে সাহস পাচ্ছে । তানা হলে কি ভাবে দিনের আলোয় এই মাদক বিক্রেতারা অবাধে মাদক বিক্রি করে সাহস পায় ? আমাদের অনুসন্ধানী টিমের কাছে অনেক মাদক বিক্রেতা দম্ভোউক্তি করে বলেন তারা মাদকদ্রব্য বিক্রি করে প্রশাসনের অসৎ কতিপয় কর্মচারী ও রাজনৈতিক দূরদর্শিতার কাছে থাকা ছিঁচকে পাতি কিছু নেতা ও হলুদ সাংবাদিকতার অন্তরালে থাকা কতিপয় সংবাদকর্মী রয়েছে বলে এসব তথ্য উঠে আসে। বিভিন্ন স্থানে এসব মাদক অবাধে বিক্রি হচ্ছে ।শহরের বিভিন্ন স্হানে,যেমন কলেজ রোড লোকোসেড, ডায়াবেটিক হাসপাতালের পিছনে, তিন তলা , পূর্ব নুরমহল্লার বস্তি পাড়া, কলেজ রোড, আলহাজ্ব মোড়, অরনখোলা ওবাবুপাড়া, ব্ল্যাক পাড়া, মেথর পট্টি শহরের প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়ছে এসব মাদক বিক্রি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ