সেলিম মাহবুব, ছাতকঃছাতক পৌরসভার নোয়ারাই-ইসলামপুরে সুনামগঞ্জ জেলা মানবিক সোসাইটি বাংলাদেশের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের নোয়ারাই – ইসলামপুর মাদরাসা মাঠে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ-উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবিক সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান মাফিক’র সভাপতিত্বে ও মাওলানা মুহিবুর রহমান উসমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, ঢাকা উত্তর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আদম তমিজি হক, অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মানবিক সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহেব আহমদ হৃদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সোসাইটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, বিসিআইসি শ্রমিক ফেডারেশন’র সহ-সভাপতি ও ছাতক সিমেন্ট কারখানা সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, মানবিক সোসাইটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম শুভ, সাংবাদিক সেলিম মাহবুব, মানবিক সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জসিম জোহানী। এ-সময় উপস্থিত ছিলেন স্হানীয় শিক্ষক মাহবুব আলম, বেলায়েত হোসেন ময়নুল, আব্দুল হামিদ, মদরিছ আলী, মুজিবুল হক, আলা উদ্দিন, আবু শামা, আলম মিয়াসহ প্রমুখ। মানবিক সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে সাড়া বাংলাদেশে বিভিন্ন উপজেলায় এভাবে অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী ও স্কুল ব্যাগ, আর্থিক সহযোগিতা সহ বিতরণ করে থাকেন।
মানবিক সোসাইটি বাংলাদেশের শুকনো খাবার বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
March, 4, 2021, 1:21 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, সারাদেশ, সিলেট |
190 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।