ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার ৩-মার্চ-২০২১খ্রি. সকাল ০৯:০০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিপুর গ্রামের মোহাম্মদ মুজিবুর রহমান (৫২) পিতা মৃত নজরুল ইসলাম (ননী) এর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে, প্রতিপক্ষ মোশারফের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। আজ বুধবার সকাল ০৯:০০ টার সময় প্রতিপক্ষ্য মো. মোশারফ পিতা মৃত আলহাজ্ব তসলিম উদ্দিন গ্রাম হরিপুর কয়েকজন শ্রমিক নিয়ে মাটি কাটছিলেন, এমন সময় ঘটনায় নিহত মো. মজিবুর রহমান বাধা সৃষ্টি করলে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ মুজিবরকে ধাক্কা দিয়ে গর্তের ভেতর ফেলে দেয়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে, সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে অটো যোগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মুজিবর রহমানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সদর মডেল থানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়, তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কাওকে আটক করা হয়নি।
জমি সংক্রান্ত বিষয় দু-পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
ক্রাইম নিউজ ঢাকা
March, 3, 2021, 10:59 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, চাঁপাইনবাবগঞ্জ, জাতীয়, ঢাকা, রাজশাহী, সারাদেশ |
225 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।