মনির হোসেন (শিশির) :আমরা সকলে দেনমোহর শব্দের সাথে পরিচিত। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে দেনমোহর। ইসলাম ধর্মে নারীর প্রতি সম্মান প্রদর্শন ও মূল্যায়ণ এর একটি ধর্মীয় প্রক্রিয়া এটি।
কিন্তু একটি কুচক্রী নারী মহল এই সুযোগটাকে কাজে লাগিয়ে গড়ে তুলছে বিলাসবহুল জীবন। প্রথমে প্রেমের ফাঁদ, তারপর কৌশলে অধিক দেনমোহর লিখিয়ে বিয়ে। কয়েক দিন পার হতেই দেখা যায় সংসার জীবনের অবসান। নারী দাবি করে তার দেনমোহর এর অর্থ, দিতে না পারলে হয়, নানা ধরনের মামলা হামলার শিকার।
এভাবেই প্রতিনিয়ত নির্যাতিত হয় একজন পুরুষ। এভাবে যদি কুচক্রী এই নারী মহলটি তাদের এই টাকা হাতিয়ে নেয়ার নিয়মটি চালিয়ে যেতে থাকে তাহলে একসময় পুরুষেরা বিয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
সমাজে বিয়ের প্রথা বিলুপ্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। এতে করে ধর্মীয় বিশ্বাস ও সামাজিক নীতিগত পরিবর্তন সাধিত হবে। তাই সমাজের প্রতিটি পুরুষ যদি সচেতন হয় তাহলে এই কুচক্রী নারী মহল তাদের এই বাণিজ্যিক রূপ বা পেশাদারিত্ব থেকে দ্রুত বেরিয়ে আসবে। তারই সাথে সমাজে যদি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো যায় তাহলেই আমরা পেতে পারি একটি সুন্দর সমাজ