নুরুল আলম টেকনাফঃ টেকনাফে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকার বন্ধু (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ দোলেয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ ও সংবাদ কর্মীরা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।