সেলিম মাহবুব,ছাতকঃ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মসজিদ-মাদ্রাসার উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করছে। দেশের মাদ্রাসাগুলিতে আধুনিক একাডেমিক ভবন নির্মাণসহ সরকারী সুযোগ-সুবিধা প্রদান করে মাদ্রাসা শিক্ষাকে সাধারন শিক্ষার মর্যাদায় উন্নীত করেছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামীক ফাউন্ডেশন, তোরাগ নদীর তীরে বিশ্ব ইশতেমার স্থান ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করে ইসলামের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার পথ অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, কওমী মাদ্রাসা গুলোকে সরকারী স্বীকৃতি প্রদান, প্রতিটি উপজেলায় অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণসহ ইসলামের খেদমতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, যারা ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিল তারা ইসলামের কল্যাণে কাজ করেনি। শুক্রবার বিকেলে ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিল আদর্শ দাখিল মাদ্রাসায় ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা পরিচলনা কমিটি কর্তৃক আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি মানকি এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার(ভারপ্রাপ্ত) মাওলানা বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় এমপি মানিক আরো বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকার দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিরাষ্ট্রীয়করনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। হাজার কোটি টাকা মুল্যের ঐতিহ্যবাহী ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিল পানির দামে বিক্রি দেখিয়ে লুটপাট করা হয়েছে। নিজ দেশে অযোগ্য কানাডিয়ান প্রতিষ্ঠানের হাতে টেংরাটিলা গ্যাসফিল্ডের খনন কাজের দায়িত্ব দিয়ে দেশের হাজার-হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে বিএনপি-জামাত জোট সরকার। পক্ষান্তরে শেখ হাসিনা সরকার নতুন-নতুন শিল্প-কারখানা প্রতিষ্ঠাসহ সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, শিক্ষা অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মুজিবুর রহমান হাসনু, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, সাবেক পৌর কাউন্সিলর সামছু মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফিজ সুমন আহমদ। এসময় আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আব্দুল আওয়াল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, সিলেট মাহনগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিব মালদার, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, ফয়জুল বারী লাকি, এড. ছায়াদুর রহমান ছায়াদ , মাফিজ আলী, নাজমুল হোসেন, রঞ্জন কুমার দাস, এম এ কাদির, আরশ আলী, ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সেক্রেটারী আজিজুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল হক, আব্দুস ছালাম মেম্বার, আব্দুল মালিক মেম্বার, প্রধান শিক্ষক আব্দুল গনি, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, আওয়ামীলীগ নেতা উকিল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ নেতা ইশতিয়াক রহমান তানভির, মাদ্রাসা শিক্ষক মাওলানা ওলিউল্লাহ, মাওলানা নূরুল হক, বদরুল আলম, শফিক উদ্দিন, আব্দুস সোবহান, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মসজিদ-মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে সরকার:: এমপি
ক্রাইম নিউজ ঢাকা
February, 27, 2021, 8:19 am
অন্যান্য, এক্সক্লুসিভ, বিভাগীয় খবর, রাজনীতি, সারাদেশ, সিলেট |
187 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।