প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার খ সার্কেল ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদশক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় বিভাগীয় ষ্টাফ সঙ্গে নিয়ে ঈশ্বরদী মাহাতাব কলোনিস্হ জনৈক সামসুল আলমের বাসায় অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া মোছাঃ শাহনাজ পারভীন (২৫) স্বামী মোঃ পারভেজ পিতা শাহ আলম মাতা মোছাঃ সালেহা খাতুন কে ২০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করে। প্রত্যক্ষদর্শী ও মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে ঈশ্বরদী পাবনা’খ’ সার্কেল ঈশ্বরদী ইন্সেপেক্টর সানোয়ার হোসেন এর নিদের্শনায় এই অভিযান পরিচালনা করেন।এসময় সামসুল আলমের ভাড়াটিয়া মোছাঃ শাহানাজ খাতুন (২৫) কে আটক করে। এ সময় তার স্বামী একাধীক মাদক মামলার আসামি পারভেজ পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল ইন্সপেক্টর মোঃ সানোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি অবৈধ ফেনসিডিলসহ আসামী শাহনাজ কে আটক করেছেন বলে নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে পারভেজ ও তার স্ত্রী শাহনাজ দীর্ঘদিন যাবত এই অবৈধ মাদক ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছে
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।