হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার
করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- ফয়েজ আহমদ (৪০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের মৃত অঞ্জব আলীর ছেলে। আজ বুধবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ফয়েজ আহমদকে কারাঘারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩শে
ফেব্রুয়ারি) রাত অনুমান ২টায় সিলেট থানাধীন শামীমাবাদ এলাকা থেকে ফয়েজ আহমদকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ২০০৩সালে বিশ^নাথ থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আদালত ১০বছর কারাদন্ড প্রদান করার পর থেকে আসামী ফয়েজ আহমেদ
পলাতক ছিল। তাকে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।।