হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে রহস্যজনক কারণে গলায় গামছা পেঁচিয়ে ৫ম শ্রেণীর এক
স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার জগন্নাথপুর উপজেলার শেরপুর গ্রামের সজল বৈদ্যের মেয়ে ও স্থানীয় আব্দুর রশিদ সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ঐশি রানী বৈদ্য (১২) আজ সকাল অনুমান সাড়ে ৯টায় নিজ বসতঘরের ধরনার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে ঐশিকে
অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কুলছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।
কিন্তু স্কুলছাত্রী ঐশি রানী বৈদ্য কেন আত্মহত্যা করার চেষ্টা করেছে এব্যাপারে কোন কিছুই জানেনা বলে জানান তার পরিবার। রহস্যজনক এই ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চলের
সৃষ্টি হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ সুপ্রিয়া রানী সাংবাদিকদের বলেন- স্কুলছাত্রীর ঐশির গালায় গামছা পেঁছিয়ে আত্মহত্যার করার চেষ্টা করার কারণে তার অবস্থা খুবই আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ওকে সিলেট পাঠানো হয়েছে।